নিউজবাংলা: ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার:

মিজানপনা, রাজাপুর থেকে:

ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে দুইদিন ব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন হয়েছে।

রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়–য়া এ মেলার উদ্বোধন করেন। এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজাপুর প্রেসক্লাব সভাপতি আব্দুল বারেক ফরাজী, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল গীয়াস, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা আল আমিন বাকলাই। অনুষ্ঠানে বক্তারা বর্তমান ডিজিটাল সময়ে ইন্টারনেটের গুরুত্বের ওপর আলোচনা করেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে ইন্টারনেটের অপসংস্কৃতি ও নানা রকম অপরাধমূলক কর্মকান্ড থেকে সতর্কের পরামর্শ দেন বক্তারা। পরে অতিথিরা ডিজিটাল মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দুই দিন ব্যাপি এ ডিজিটাল মেলা আজ শেষ হবে।

নিউজবাংলা/একে