নিউজবাংলা: ০৯ সেপ্টেম্বর, বুধবার:

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:

 গাইবান্ধার সাদুল্যাপুরে প্রধান শিক্ষক সমন্বয় পরিষদের সাধারণ সভা ও ত্রি-বার্ষিক কাউন্সিল গতকাল সাদুল্যাপুর মডেল বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক আব্দূল কাদের মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ, সাদুল্যাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যপক আব্দুল জলিল সরকার, অধ্যক্ষ আব্দুল রউফ, অধ্যক্ষ সারোয়ার হোসেন, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, এনশাদ আলী, বাবু মনোরঞ্জন সরকার, সাজেদুল ইসলাম সাজু, অধ্যক্ষ মাওঃ আব্দুস সামাদ ও সহকারী শিক্ষক সাইদুর রহমান প্রমূখ।

গভায় সর্বসম্মতিক্রমে মন্দুয়ার মতিয়ননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমানকে সভাপতি,  সাদুল্যাপুর মডেল বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলীকে সাধারণ সম্পাদক ও জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ প্রধান শিক্ষক সমন্বয় পরিষদ, সাদুল্যাপুর শাখা কমিটি গঠন করা হয়। অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অধ্যক্ষ সোলায়মান আজিজ, প্রধান শিক্ষক বাবু মনোরঞ্জন সরকার, ও রফিকুল ইসলাম। যুগ্ন-সম্পাদক প্রধান শিক্ষক খয়বর হোসেন ও মোঃ শেখ ফরিদ, অর্থ সম্পাদক প্রধান শিক্ষক মঞ্জুর হোসেন, দপ্তর সম্পাদক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পলাশ চন্দ্র সরকার। ১১ সদস্য বিশিষ্ঠ সাধারণ সদস্যরা হলেন, অধ্যক্ষ আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল লতিফ সরকার, আমিনুল ইসলাম, একরামুল হক, আবুল কালাম আজাদ, আব্দুল মতিন সরকার, আব্দুর রশিদ সরকার, শহিদুল ইসলাম, মাহামুদ মিয়া, মোস্তাফিজার রহমান ও শহিদুল ইসলাম।

নিউজবাংলা/একে