তালগোল পাকিয়ে ৪-০ গোলের হার!
নিউজবাংলা: ০৯ সেপ্টেম্বর, বুধবার:
ঢাকা: মালয়েশিয়ার বিপক্ষে অতি রক্ষণাত্মক খেলার একটা কারণ ছিল। পরের ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাই কোচ দেখতে চেয়েছিলেন ছেলেরা কেমন তার কথা শুনছে।
মালয়েশিয়ার বিপক্ষে মামুনুলুরা কোচের কথা শতভাগ শুনেছেন। গোল হজম করেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে জানপ্রাণ দিয়ে ঠেকিয়ে ৫ গোলের হার। এরপর দেশে আসল জর্ডান।
জর্ডানকে অস্ট্রেলিয়ার তুলনায় নিয়ে থরহরিকম্প। ব্যাপারটা এমনই দাঁড়ালো যে, ম্যাচে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করতে পারলেন না ডি-ক্রুইফের শিষ্যরা। তালগোল পাকিয়ে ৪-০ গোলের হার!
সাবেক তারকা খেলোয়াড় আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু গতকালের ম্যাচটিকে দেখছেন ‘মিসের মহড়া’ হিসেবে। বললেন, আমরা যে কয়টি সুযোগ পেয়েছিলাম, তা কাজে লাগাতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতো।’
‘এখানে আমাদের ভুলের চেয়ে জর্ডানের দক্ষতাই বেশি। ওরা কোনো পরিকল্পনাই ছেলেদের কাজে লাগাতে দেয়নি। শারীরিক ক্ষমতায় ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে।’ বলেন চুন্নু।
আরেক তারকা খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলামের কণ্ঠে ঝরল আক্ষেপের সুর, ‘লোকাল মাঠে আমাদের একটু হলেও ঘুরে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু আমরা তা পারিনি। দ্বিতীয়ার্ধে একটু ভালো মনে হলেও, বলার মতো না।’
‘গতকালের ম্যাচটি আমাদের লেভেল বুঝিয়ে দিয়ে গেছে। আমরা এখনো এশিয়ান মানের ফুটবল খেলতে পারছি না। কোনো উন্নতি চোখে পড়ছে না।’ মন্তব্য আসলামের।
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু সহজ মিসগুলোকে দেখছেন ‘অন্যায়’ হিসেবে, ‘যেভাবে গোল মিস হয়েছে তা অন্যায় ছাড়া কিছু না। এক কথায় মানতে পারছি না। জর্ডান কিন্তু আহামরি কোনো টিম না। অস্ট্রেলিয়ার সঙ্গে শুনেছি ভালো খেলেছে। কিন্তু এই তার নমুনা!’
‘খেলা দেখতে দেখতে মনে হয়েছে, আমরা ওদের কাছে শিশু। গোলের কাছে যেয়ে দেখলাম ছেলেরা স্লো হয়ে যাচ্ছে। আমাদের সময় এসব চিন্তাই করতে পারতাম না। আর কী কোচ সেটাই বুঝলাম না। খেলার আগেই বলেন, আমরা গোল কম খাব। রক্ষণাত্মক খেলব। আরে রক্ষণাত্মক খেলেও তো চার গোল খাচ্ছি। তাহলে লাভ হল কী!’ ক্ষোভ পিন্টুর।
নিউজবাংলা/একে