নিউজবাংলা: ০৯ সেপ্টেম্বর, বুধবার:
ঢাকা: সম্প্রতি অভিনয় দক্ষতার চেয়ে ফিটনেসের জন্য বেশি আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া। দশ কেজি ওজন কমাতে দশ লাখ রুপি খরচও করেছেন।

আগের তুলনায় মেদহীন, আকর্ষণীয় পরিনীতির পেশার চাপেই কি ওজন কমানোর এই সিদ্ধান্ত? উত্তরে তিনি জানান, হ্যাঁ এবং না।

চলচ্চিত্র শিল্পে ফিটনেসের জন্য কেউ কাউকে বাধ্য করতে পারে না। কিন্তু দৃশ্যমান মিডিয়ায় কাজ করতে গেলে বাহ্যিক সৌন্দর্য্য প্রয়োজন।

পরিনীতি বলেন, তারকাদের আকর্ষণীয় দেখাবে এটাই স্বাভাবিক। আমিও পর্দায় তারকাদের সুন্দর দেখতে চাই। সুতরাং নিজের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলি। তাই নিজেকে আকর্ষণীয় করে তোলার এই চেষ্টা।

পরিনীতি আরও বলেন, বড় বিষয় হল- আমি নিজের পছন্দমতো পোষাক পড়তে চাই, সুস্থ থাকতে চাই। আমার বয়স মাত্র ২৬ এবং আমি এখনই ফিটনেস হারাতে চাই না। বিভিন্ন কারণে আমি ফিটনেস ধরে রাখার চেষ্টা করছি। এতে কাজও হচ্ছে। সবাই এটাকে আগ্রহের সঙ্গে দেখছে, এটা নিয়ে আলোচনা করছে এমনকি কেউ কেউ বিস্মিত হয়ে যাচ্ছে।

নিউজবাংলা/একে