নেইমারের জোড়া গোলে ব্রাজিলের সহজ জয়
নিউজবাংলা: ০৯ সেপ্টেম্বর, বুধবার:
ঢাকা: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে ব্রাজিল। নেইমার করেছেন জোড়া গোল। অপর দুটি গোল হাল্ক ও রাফিনহার।
ম্যাচের ইনজুরি টাইমে একটি গোল শোধ দেন যুক্তরাষ্ট্রের দানিয়েল উইলিয়ামস।
আগের ম্যাচে কাকাকে মাঠে নামোনো হয়েছিল। আজকের ম্যাচে তাকে আর সুযোগ দেননি কোচ। ম্যাচের শুরু থেকে ছিলেন না অধিনায়ক নেইমারকেও। কোস্টারিকার বিপক্ষে বার্সেলোনা তারকাকে ম্যাচের শেষ দিকে নামালেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪৫ মিনিটেই মাঠে নামেন। নেমেই গোলের দেখা পান নেইমার। ম্যাচের ৪৯ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে নেইমারকে ফাউল করা হয়। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল আদায় করে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে নেন নেইমার। তার আগে মাত্র ৯ মিনিটের সময় ব্রাজিলের গোল উৎসবের সূচনাটা করেন আগের ম্যাচের নায়ক হাল্ক।
৬৪ মিনিটে লুকাস মোরার বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের মধ্যে পেয়ে যান রাফিনহা। সেখানে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ও একজন ডিফেন্ডার ছাড়া কেউ ছিল না। গোলরক্ষক বল ধরতে এগিয়ে আসেন। তাকে বোকা বানিয়ে ডান পায়ের আলতো শটে বল জালে জড়ান রাফিনহা। তার গোলে ভর করে সেলেকাওরা এগিয়ে যায় ৩-০ গোলে। ৬৭ মিনিটে লুবাস মোরার বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের মধ্যে পেয়ে যান নেইমার। যুক্তরাষ্ট্রের চারজন রক্ষণভাগের খেলোয়াড় ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে নিশানা ভেদ করেন সেলেকাও অধিনায়ক। ম্যাচের ইনজুরি টাইমে যুক্তরাষ্ট্রের দানিয়েল উইলিয়ামসের দূর পাল্লার শটে স্বান্তনাসূচক গোলটি করেন।
নিউজবাংলা/একে