নিউজবাংলা – ২৩ সেপ্টেম্বর, বুধুবার:

নীলফামারী: ট্রেনে নয়, এবার বিমানে বাড়ি ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকেলে ইউএস বাংলার একটি বিমানে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন।

সন্ধ্যায় সৈয়দপুর বিমান বন্দরে পৌঁছেন। এসময় তার সঙ্গে স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন।
মাঝখানে ২০১৪ সালে বিএনপির শীর্ষ ওই নেতা রাজধানী ঢাকাতেই উদযাপন করেছিলেন ঈদ।
তবে আগের বছর ২০১৩ সালের ১১ অক্টোবর ট্রেনের কেবিনের টিকিট না পেয়ে সার্ভিস রুমে বসেই ঈদে বাড়ি ফিরেছিলেন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু।
মির্জা ফখরুল ওইদিন ইকবাল হাসান টুকুর সঙ্গে প্রথমে সিরাজগঞ্জ যান। এরপর সোজা চলে যান নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে। কেন নিজ গাড়িতে করে না গিয়ে ট্রেনে যাচ্ছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি বলেছিলেন, ‘টুকু ভাই সিরাজগঞ্জ যাচ্ছেন। তাই ভাবলাম দু’জনে গল্প করতে করতেই যাওয়া যাবে। তাই ট্রেনে করেই যাচ্ছি।’
গেল টানা ছয় মাস ১০দিন মির্জা ফখরুল কারাবন্দি থেকে অসুস্থ হয়ে পড়েন। গত ১৫ জুলাই উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি জামিনে মুক্তি পান। মুক্তির পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন।
এরপর ২৬ জুলাই চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে মির্জা ফখরুল সিঙ্গাপুরে যান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে যান। সেখানে নিউ ইয়র্কের কর্নেল হাসপাতালে চিকিৎসা নেন।
গত ২২ সেপ্টেম্বর রাত ১০টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মঙ্গলবার তিনি পরিবারসহ ঈদ উদযাপন করতে ঠাকুরগাঁও রওনা দেন।
সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির শীর্ষ এ নেতা বলেন, ‘অমি চিকিৎসার জন্য বিদেশে ছিলাম। আবারো আমাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে।’
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক একটি রাষ্ট্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছি। কিন্তু এখনও আমাদের সেই গণতন্ত্র অনুপস্থিত। এ দেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে। ইনশাআল্লাহ সেই সংগ্রামে তারা জয়ী হবে।’
সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, রেজওয়ানুল হক, আমজাদ হোসেন সরকারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজবাংলা/একে