কপট বন্ধুর উস্কানিতে মীনের পারিবারিক অশান্তির আশঙ্কা –
নিউজবাংলা – ২৩ সেপ্টেম্বর, বুধুবার:
ঢাকা: মেষ: বাজারের গতিপ্রকৃতি না-বুঝে বিনিয়োগ বৃদ্ধিতে ক্ষতির আশঙ্কা। অপ্রিয় সত্য কথায় আত্মীয়মহলে মনোমালিন্যে। প্রেমপ্রণয়ে চমক।
বৃষ: শারীরিক সমস্যায় কর্মপরিকল্পনায় বাধা। কর্মক্ষেত্রে বিবাদবিতর্কে জড়িয়ে বিপদের আশঙ্কা। স্বজনের দুঃসময়ে পাশে দাঁড়াতে না-পারায় আত্মগ্লানি।
মিথুন: কর্মক্ষেত্রে অপ্রিয় বাক্য এড়িয়ে মধুর ব্যবহারে কার্যোদ্ধার। বিভিন্ন শারীরিক সমস্যা বিব্রত করবে। বিলম্ব হলেও উচ্চশিক্ষার সুযোগ।
কর্কট: উদ্যমী হলে কর্মবাধা কেটে যেতে পারে। গুরুজনের দেহারোগ্যে মানসিক শান্তি। সাহিত্য ও সঙ্গীতে কৃতিত্বের স্বীকৃতি।
সিংহ: কর্মক্ষেত্রে কৃতিত্বের বিলম্বিত স্বীকৃতির সম্ভাবনা উজ্জ্বল। আত্মম্ভরিতা অগ্রগতির অন্তরায় হয়ে উঠতে পারে। প্রবাসী প্রিয়জনের কাছ থেকে প্রাপ্তিযোগ।
কন্যা: বিষয়সম্পত্তি ক্রয়ের সিদ্ধান্ত স্থগিত রাখাই ভাল। প্রতিবাদী মনোভাবের জন্য কর্মক্ষেত্রে জটিলতা। সতর্কতার অভাবে পাওনা থেকে বঞ্চনার আশঙ্কা।
তুলা: অপপ্রচার বিষয়ে সতর্ক না-হলে নিজেরই ক্ষতি বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধিতে দৈহিক দুর্বলতা ও মানসিক চাপ। সংস্কৃতিকর্মে সাফল্যের বিশেষ স্বীকৃতির সম্ভাবনা।
বৃশ্চিক: পুরনো ব্যবসা থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। উঁচু থেকে পড়ে গিয়ে বড় ধরনের আঘাত লাগার আশঙ্কা।
ধনু: উপার্জন বাড়ানোর পরিকল্পনা সফল হতে পারে। পাওনা আদায় নিয়ে স্বজনবান্ধবের সঙ্গে মনোমালিন্য। নিকটজনের হস্তক্ষেপে পারিবারিক সমস্যা মিটতে পারে।
মকর: মৌলিক চিন্তা ও গবেষণার স্বীকৃতি ও বিশেষ সম্মান লাভের যোগ। অকারণ বিবাদ থেকে বিপত্তির আশঙ্কা।
কুম্ভ: ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য। সজ্জনের উপদেশ কাজে লাগতে পারে। মহৎ কাজে বাধা।
মীন: অন্যমনস্কতা বা মানসিক অস্থিরতায় কাজকর্ম পণ্ড হওয়ার আশঙ্কা। কপট বন্ধুর উস্কানিতে পারিবারিক অশান্তি। জীবাণু সংক্রমণে উদরপীড়ায় দুর্ভোগ।
নিউজবাংলা/একে