নিউজবাংলা – ২৩ সেপ্টেম্বর, বুধুবার:
ঢাকা: রাজধানীর মিরপুরে ১ কোটি ৮২ লাখ ভারতীয় মুদ্রাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। আটকের নাম আজহারুল ইসলাম।

পুলিশ জানায়, রাতে কালশী সাততলা গার্মেন্টসের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ওই যুবককে আটক করা হয়। এসময় তার ব্যাগ থেকে ১ কোটি ৮২ লাখ ভারতীয় মুদ্রা পাওয়া যায়। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ ভারতীয় মুদ্রাসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজবাংলা/একে