নিউজবাংলা – ২৩ সেপ্টেম্বর, বুধুবার:

মোঃ আনোয়ার হোসেন আকাশ : রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলার মাগুরা গ্রামের মোঃ বেলালের ছেলে মোবারক আলী (২৮) গত ৯ সেপ্টেম্বর রাত পৌনে ৪ টার সময় চাপাসা সীমান্তের ৩৪৬/২১ সাব পিলার এলাকায় বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়।

বিএসএফের সুত্রমতে সে ভারতের রায়গঞ্জ হাসপাতালে ভারতীয় পুলিমের তত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে রাত সাড়ে ১১ টার সময় মারা যায়। সোমবার রাত পৌনে ১২ টার সময় চাপাসা সীমান্তের ৩৪৭/৩ সাব পিলার এলাকায় মৃতের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম খন্দকার, ২ বিজিবির সি কোম্পানী কোম্পানী কমান্ডার আঃ সালাম, চাপাসা ক্যাম্প কোম্পানী কমান্টডার মোঃ সাহাদাৎ হোসেন, হরিপুর থানা অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান, ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম প্রধান ও ভারতীয় বিএসএফের কোম্পানী কমান্ডার ভিতেসা এইচ উপস্থিত ছিলেন। বিজিবি হরিপুর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিউজবাংলা/একে