নিউজবাংলা – ২৩ সেপ্টেম্বর, বুধুবার:

সাখাওয়াত হোসেন সাখা ,কুড়িগ্রাম:

 কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রশাসন ঘেরাও। রৌমারীকে বন্যা র্দুগত এলাকা ঘোষনার দাবিতে আগামীকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে এক মাইকিং প্রকাশ করে। আগামীকাল সকাল ১০টার দিকে এ বিক্ষোভ কর্মসূচী পালন করবে এলাকাবাসী। দাঁতভাঙ্গা ডিসি রাস্তার ভাঙ্গা স্থান মেরামত, রৌমারীকে বন্যা র্দুগত হিসাবে ঘোষনা এবং বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক,মৎস্যজীবিদের ক্ষতি পষিয়ে দেয়ার দাবিতে রৌমারী উপজেলা প্রশাসন ঘেরাও করবে।

নিউজবাংলা/একে