নিউজবাংলা – ২৩ সেপ্টেম্বর, বুধুবার:
ঢাকা: বিভিন্ন সদস্য দেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্যেই অভিবাসীদের জন্য প্রস্তাবিত কোটা পদ্ধতি অনুমোদন করার ব্যাপারে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা

। ১ লাখ ২০ হাজার অভিবাসীকে বিভিন্ন দেশে পুনর্বণ্টনের জন্য প্রস্তাবিত এ কোটা পদ্ধতি অনুমোদনের ব্যাপারে আলোচনা ছাড়াও ইইউ সীমান্তে কড়াকড়ি এবং সিরিয়ার প্রতিবেশী দেশগুলোতে সহায়তা জোরদার নিয়ে বুধবারের বৈঠকে আলোচনার কথা রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৈঠককে সামনে রেখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ নিজেদের মধ্যে আলাপ করেছেন। সিরিয়ার সংঘাতেরে মিমাংসা করার মধ্য দিয়েই অভিবাসীদের সমস্যার মিমাংসা করা সম্ভবব বলে সেসময় একমত হন তারা। ডাউনিং স্ট্রিটের মুখপাত্রের বরাতে বিবিসি আরও জানায়, যেসব মানুষের আশ্রয় প্রার্থনার জন্য যথাযথ কারণ থাকবে না তাদের দেশে পাঠানোর ক্ষেত্রে পদক্ষেপ নেয়া জরুরি বলেও একমত হন দুদেশের নেতারা।

নিউজবাংলা/একে