নিউজবাংলা – ২৩ সেপ্টেম্বর, বুধুবার:
ঢাকা: সম্প্রতি তাজমহলে সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশতঃ সিঁড়ি থেকে পড়ে গিয়ে ৬৬ বছরের এক জাপানি পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই জাপানি পর্যটকের ভ্রমণসঙ্গীও গুরুতর আহত হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে বিচিত্র ভঙ্গিতে সেলফি তুলতে গিয়ে বিশ্বে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, সমুদ্রে সাঁতরাতে নেমে হাঙ্গরের হামলায় মারা গেছেন ৮ জন।

কথাটা শুনে হয়তো ঠাট্টা মনে হতে পারে: কিন্তু সত্য হল এই মৃত্যুগুলো এ কথাটাই মনে করিয়ে দেয় যে, অপরিচিত জায়গায় গিয়ে চারপাশে খেয়াল না করে শুধু ফোনের স্ক্রিনে মনোযোগ নিবদ্ধ করাটা নিরাপদ নয়।

এ বছর সেলফি তুলতে গিয়ে নিহতের ঘটনার চারটিই ঘটেছে অসাবধানতাবশতঃ পড়ে গিয়ে। সেলফি তুলতে গিয়ে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ট্রেনের আঘাতে; ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে অথবা বিপজ্জনক কোনো যন্ত্রপাতির সংশ্লিষ্টতার কারণে ট্রেন সংশ্লিষ্ট ওই মৃত্যুর ঘটনাগুলো ঘটে।

যদিও এটা পরিষ্কার নয় যে, দুঃসাহসী সেলফি তোলার সংখ্যা বাড়ছে কিনা তবে একের পর এক পর্যটক কোনো স্মরণীয় স্থানে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে সংবাদ মাধ্যমের শিরোনা হচ্ছেন অহরহ।

বিশ্বের বিভিন্ন পার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ দর্শণার্থীরা ভাল্লুক বা ছুটন্ত ষাঁড়ের সঙ্গে সেলফি তুলতে চান। ফ্রান্স ও রাশিয়া এ ধরনের অপমৃত্যুর ঘটনা এড়াতে কঠোর কিছু বিধি-নিষেধ আরোপ করেছে।

রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘সেলফি তোলার আগে প্রত্যেককেই অন্তত একটি বিষয় বেশ কয়েকবার ভেবে দেখতে হবে যে, ফেসবুকে ছবি পোস্ট করে বেশি বেশি লাইক পাওয়ার পেছনে দৌঁড়াতে গিয়ে নিজের মৃত্যুকেও ডেকে আনতে পারেন যে কেউ।’

নিউজবাংলা/একে