নিউজবাংলা – ২৩ সেপ্টেম্বর, বুধুবার:
ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইতালী এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো বৃদ্ধির মাধ্যমে দু’দেশের অর্থনৈতিক শক্তি আরো জোরদার হবে।

আজ ইতালির মিলানে মিলান এক্সপো-২০১৫ উপলক্ষে মিলান চেম্বার অফ কমার্স এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত “বাংলাদেশ বিজনেস ফোরাম” বিষয়ক সেমিনারের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, ইতালী ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উভয় দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে ও বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বেড়েই চলেছে।
সেমিনারে বাংলাদেশে ইতালীর ব্যবসায়ীদের সফল বাণিজ্য বিবরণ তুলে ধরা হয়। বাংলাদেশ এবং ইতালীর এ্যাপারেল, ঔষধ, হস্ত শিল্প,ওয়েভিং, কৃষি, খাদ্য এবং প্লাস্টিক সেক্টরের ব্যবসায়ীগণ, সরকারের প্রতিনিধি এবং মিলান চেম্বারের কর্মকর্তা ও বিশিষ্ঠ ব্যবসায়ীগণ বক্তব্য রাখেন।
ইতালির পক্ষে সে দেশের বোর্ড অব চেম্বার এন্ড কমার্স, ইন্ডাষ্ট্রি, এগ্রিকালচার, হ্যান্ডিক্রাফ্ট-এর সদস্য আমাতো লুইগি মোলিনারি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাদাত হোসেন, ইতালীর ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, সুযোগ-সুবিধা, সস্তা শ্রম ইত্যাদি বিষয় তুলে ধরেন।
বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এবং ইতালীর বোর্ড অফ প্রোমস এন্ড অফার ফর ইন্টারন্যাশনাল ট্রেড এর সদস্য চিয়ারা ফানালি সেমিনারে কী-নোট উপস্থাপন করেন।
বিকেএমই-এর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বায়ো ফার্মা লি.-এর নির্বাহী পরিচালক ডা. মাহমুদুল হক, বিএআরই-এর প্রতিনিধি মো. আবুল কাশেম, ব্রাদার্স প্লাস্টিকের মালিক রতন কুমার আগারওয়াল ইতালী ও বাংলাদেশের সংশ্লিষ্ট খাতে ব্যবসায়ের সম্ভাবনা তুলে ধরেন। মিলানে নিযুক্ত কনসাল জেনারেল বাংলাদেশের অর্গাানিক ক্লে টাইলস, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, খাদ্য এবং পর্যটন সেক্টরের সুবিধা তুলে ধরেন।
ইতালী ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এবং ইতালীর মিলান চেম্বার অফ কমার্সের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়। এতে মিলানের পক্ষে প্রোমসমিলা চেম্বার এনন্ড কমার্সএর স্টাটেজিক ম্যানেজার ফিডারইকো মারিয়া বেগা এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু স্বাক্ষর করেন।

নিউজবাংলা/একে