নিউজবাংলা – ২৩ সেপ্টেম্বর, বুধুবার:
ঢাকা: জ দুপুরে ইউটিউবে উন্মুক্ত করা হয় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘চুপি চুপি প্রেম’ ছবির একটি গান।

ইমরানের গাওয়া ‘বাবুনী’ শিরোনামের গানে পারফর্ম করেছেন সাইমন সাদিক ও প্রিয়ন্তী। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন জে.কে। কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক নুহুরাজ চৌধুরী।
মোহাম্মদ রিপন মিয়া প্রযোজিত এ ছবিতে সাইমন প্রিয়ন্তী ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেহেনা জলি, শিমুল খান, সূর্যরাজ, রানা, আনিসুর রহমান রিপন।
ড্রিমস এন্টারটেইনমেন্ট পরিবেশিত এ ছবিটি মুক্তি পাবে ৬ নভেম্বর।

নিউজবাংলা/একে