নিউজবাংলা – ২৬ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: নেতাকর্মীদের হৈচৈ আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।

পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি চেয়ারপারসন। এসময় তিনি বলেন, সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্য ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার ঈদের দিন পূর্ব লন্ডনের ফেয়ারলোপে লেক ভিউ মারকিউ হলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে বিএনপি নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রবাসী নেতাকর্মীদের।
শুভেচ্ছা বিনিময়ের পর বক্তৃতা দেয়ার সময় দেখা দেয় বিশৃঙ্খলা। নেতাকর্মীদের শান্ত করতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ, আব্দুল আউয়াল মিন্টু ও যুক্তরাজ্যে বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ।
বেগম জিয়া তার বক্তৃতায় বলেন, দেশে গণতন্ত্র নেই। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলেও অভিযোগ করেন তিনি। চিকিৎসার জন্য ১৬ সেপ্টেম্বর লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

নিউজবাংলা/একে