নিউজবাংলা – ২৬ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: ভিন্ন এক আঙ্গিকে বাংলাদেশের মুসলিম ধর্মাবলম্বীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শুভেচ্ছাবার্তাসহ তার উপরের ছবিটি পোস্ট করে তারা।

ছবিটির একপাশে লেখা ‘ঈদ মু’। লেখার পাশেই হাস্যোজ্জ্বল প্রেসিডেন্টের ছবি দিয়ে সম্ভবত তার নামের প্রথমাংশ ‘বারাক’ বোঝানো হয়েছে। মু এর সাথে বারাক মিলে মুবারাক বোঝানো হয়েছে সম্ভবত।
ঈদ উপলক্ষে ওই শুভেচ্ছা বার্তায় ওবামা বলেন, ‘ঈদুল আজহা উদযাপনের জন্য বিশ্বের সব মুসলমানদের আমার ও মিশেলের পক্ষ থেকে রইলো উষ্ণ শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারাক।’

নিউজবাংলা/একে