নিউজবাংলা – ২৬ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: গতকাল থেকে শুরু হয়েছে অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন ৬এস ও ৬এস প্লাসের বিক্রি। প্রতি বছরের মতো এবারও নতুন আইফোন কিনতে একদিন আগে থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ক্রেতারা।

বিশ্লেষকদের মতে, বিক্রি শুরুর প্রথম সপ্তাহে ১২ থেকে ১৩ মিলিয়ন আইফোন বিক্রি হতে পারে। গত বছর আইফোন ৬ বিক্রি শুরু হওয়ার পর প্রথম সপ্তাহে ১ কোটি আইফোন বিক্রি করতে সমর্থ হয়েছিল অ্যাপল।
অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, হংকং, জাপান, নিউজিল্যান্ড, পুয়ের্তো রিকো, সিংগাপুর, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যাপল স্টোরে আজ থেকে পাওয়া যাচ্ছে নতুন দুটি মডেলের আইফোন। এসকল দেশের অ্যাপল স্টোরে ক্রেতাদের মধ্যে আইফোনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নিউজবাংলা/একে