নিউজবাংলা – ২৬ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: টানা পাঁচ বছরের প্রেম। তারপর বিয়ে। একই ছাদের নিচে কাটিয়ে দিলেন আরো পাঁচবছর। হাতে হাত রেখে অনায়াশেই দশটা বছর কাটিয়ে দিলেন তারা। ‘তারকাদের সংসার টেকেনা’ প্রচলিত ধারণাকে তুড়ি মেরে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।

প্রমান করেছেন, ভালোবাসার মানুষকে নিয়ে সারাটাজীবন কাটিয়ে দেয়া যায়। রুদ্র হকের পরিকল্পনায় বাংলামেইলের ঈদ আয়োজনে সফল জুটি নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রতিভাবান অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার প্রেম, বিয়ে ও সংসারের গল্প লিখেছেন সাইমুম সাদ
প্রেম শুরুর আগে…

মোস্তফা সরয়ার ফারুকী
সরাসরি প্রেমের কথা বলতে পারতেন না। তবে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করেছেন বেশ ক’বার। মজার ছলে বলতেন, ‘তোমার বড় বোন থাকলে তাকে আমি অবশ্যই বিয়ে করতাম।’ অথবা কখনো কখনো আরো পরিস্কারভাবে বোঝানোর জন্য বলতেন, ‘তোমার মতো মেয়ের ফটোকপি চেহারা পেল বিয়ে করতাম।’
তিশা
ডিরেক্টর সাহেবের মনের মতিগতি ধরে ফেলেছিলেন তিশা! কিন্তু তিনি কম যান না, সরেস কাঠি! মুখ ফুটে বলেননি, ‘তোমাকে ভালোবাসি’। অপেক্ষা করছিলেন ওপাশ থেকে সরাসরি প্রস্তাবটা কখন আসে। তবে সরয়ার ফারুকীর প্রশ্নের উত্তরে বলতেন,আমার বড় বোন থাকলে সত্যি সত্যিই আপনার সঙ্গে বিয়ে দিতাম!

নিউজবাংলা/একে