নিউজবাংলা – ২৬ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: জনতার বিক্ষোভ মিছিলে গুলি৷ চারজন নিহত৷ ১১ মাসের শিশু কারাগারে৷ দু’পা নেই এমন আসামিকে হাতকড়া পরানো৷ পুলিশের এমন ভূমিকা কেন? সামাজিক যোগাযোগের মাধ্যমে, যেমন টুইটার, ফেসবুক আর ব্লগে এ প্রশ্নেরই উত্তর খুঁজছেন অনেকে৷
গত ১৮ই সেপ্টেম্বর টাঙ্গাইলের কালিহাতিতে পুলিশের গুলিতে চারজন মারা যান৷

