নিউজবাংলা – ২৬ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: তাসরিহাবিহীন (হজের অনুমতিপত্র) হজ যাত্রীদের আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী ।
পবিত্র মক্কা এবং মীনা ও আরাফাত ময়দানে প্রবেশকালে তিন লাখ আটান্ন হাজার সাতশত ছাপ্পান্ন জন (৩, ৫৮,৭৫৬) অবৈধ হজ যাত্রীকে আটক করতে সক্ষম হয়েছে হজে কর্তব্যরত নিরাপত্তা বাহিনী ।

