নিউজবাংলা – ২৬ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: বাসায় মেয়েটিকে সবাই আদর করে পুতুলি বলে ডাকে। আবার অনেকেরই ড্রিম গার্ল সে। একাধারে তিনি নাচতে জানেন, ভালো মডেলিং করেন আবার অভিনয়ও করেন।

কে এই তারকা মেয়েটি? কারো অজানা নয়। মেয়েটির নাম আনিকা কবির শখ। নানা রূপে, নানা পরিচয়ে সবার কাছে পরিচিত তিনি। এত পরিচয়, নিজের কোন পরিচয়টি পছন্দের? প্রশ্ন শুনে শখ একটু ভাবলেন। এরপর ভেবে তিনি বললেন, ‘আমি সত্যি জানি না। আমার সবকিছু করতে ভালো লাগে। শিল্পের সব শাখাই সমান প্রিয় আমার। খুব ভালোবেসে প্রত্যেকটা কাজ করি।’
আজ ঈদের দিন বিভিন্ন চ্যানেলে শখের নাচের অনুষ্ঠানও আছে, যেমন আবার শখ অভিনীত অনেক নাটকও প্রচারিত হবে। আর অনেক নাটকের ভিড়ে গত কয়েক ঈদ ধরে শখ অভিনীত সিকান্দার বক্স সিরিজের নাটকগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নাটকের শখের চরিত্রের নাম খেয়া। মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এবারেই শেষ হচ্ছে সাগর জাহান পরিচালিত সিকান্দার বক্স সিরিজ নাটকের শেষ কিস্তি। এ জন্য শখের অনেক মন খারাপ। কারণ, ব্যক্তিগতভাবে শখ এই নাটকের অনেক ভক্ত।
এ প্রসঙ্গে শখ বলেন, “নাটকে এ চরিত্র আমার ভীষণ প্রিয়। এই নাটকে অভিনয় করার আগে কেউ আমাকে কোনো চরিত্রের নাম ধরে ডাকেনি। কিন্তু এই একটা নাটক, যেখানে অভিনয় করার পর বাইরে আমাকে অপরিচিত কেউ দেখলে খেয়া বলে ডেকেছে।
শপিং করার সময়ও আমি দূর থেকে শুনেছি কেউ বলেছে, ‘আরে, এটা খেয়া না?’ আমার কিন্তু এসব মজাই লেগেছে। খেয়া চরিত্রটি যেমন আমি মিস করব, ঠিক তেমনি সিকান্দার বক্স চরিত্রেরও প্রেমে পড়ে গিয়েছি আমি। বাস্তবেও এই চরিত্রের মতো জীবনসঙ্গী পেলে মন্দ হতো না।”
বাস্তবে তাহলে কি আপনি খুব শিগগির বিয়ে করছেন? এবার হেসে শখ বললেন, ‘আরে না, এখন না। যখন বিয়ে করব, তখন ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে করব।’

নিউজবাংলা/একে