নিউজবাংলা – ২৬ সেপ্টেম্বর, শনিবার:
রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি :
স্বাধীনতার ৪৪ বছর পর হলেও বঙ্গবন্ধুর বীর সৈনিক মুক্তিযোদ্ধারা ১০ হাজার টাকা করে সম্মানী ভাতা পেয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছে।

পরাশক্তির বিরুদ্ধে দেশ মাতৃকার আন্দোলনে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের মান অক্ষুন্ন রেখেছে। জাতীর হাতে তুলে দিয়েছে লাল সবুজের পতাকা। আজ স্বাধীন দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন দপ্তরে বেশ অবদানের গৌরব অর্জন করেছে। বঙ্গবন্ধুর কন্যা পিতার আত্মত্যাগের মুল্যায়ন করেছেন মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান করে। অসহায় দুস্থ মুক্তিযোদ্ধা পরিবারগুলো এক সাথে ৩ মাসের সম্মানী ভাতা পেয়ে বেশ ফুরফুরে আমেজে আছে। পরিবারের সকল গ্লানি দুর করে সুখে সাচ্ছন্দে ঈদ পালন করতে পেরে কৃতজ্ঞতার সুরেই কথা বললেন মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সিরাজুল ইসলাম ও মোবারক আলীসহ মুক্তিযোদ্ধাগণ। ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় ১২৪ জনের মধ্যে ১১৯ জন মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। যাচাই বাছাই করে ত্রুটি জনিত কারনে ৫ জনের সম্মানী ভাতা স্থগিত রাখা হয়েছে।
ইতিহাসবিদ অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে জাতীকে আরো গর্বিত করে তুলেছেন। স্বাধীনতার ৪৪ বছর পর হলেও সরকার সঠিক কাজটি করেছেন। এতে বঙ্গবন্ধুর আত্মতৃপ্তি পাবে।

নিউজবাংলা/একে