নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

এদেশের মাটি,নদ-নদী,জনগোষ্ঠীর শিকড় থেকে উঠে আসা শিল্প-সাহিত্য মূলত এ দেশে গড়ে তুলেছে সমৃদ্ধ এক সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তুক দিন দিন এদেশের শিক্ষা ,সাংস্কৃতিক অস্থিত্বহীনতার দিকে ঠেলে দেয়া হচ্ছে ভারতীয় সিরিয়াল গুলোর কু-প্রভাবে।

পাখি কিংবা কিরণমালা,বা বজ্রমালা,শুধু নাটকের মধ্যে সীমাবদ্ধ না বরং পাখি জামা কিরণ মালা বজ্রমালা বাংলাদেশের মেয়েদের পছন্দের পোশাক হিসাবে প্রথম তালিকায়,কিন্তুক এইবার আর পোশাকের মধ্যে এইসব নাম আর সীমাবদ্ধ থাকলো না পোশাকের গন্ডি পেরিয়ে এখন এই সব সিরিয়ালের নাম গুলো কোমলমতি শিশুদের লেখার খাতায় বেশির ভাগ দেখা যায়। ছাপানো হয়েছে পাখি ছবি,কিরন মালার ছবি যা কিনা কোমলমোতি একটি শিশুকে বাধ্য করল ছোট্র বয়স থেকে ভারতীয় সংস্কতি কিংবা ভারতীয় সিরিয়াল গুলোর দিকে মনোনিবাসন করতে। এব্যাপারে অষ্টমশ্রেনী পড়–য়া রনিকে জিজ্ঞাসা করলে সেই বলে, প্রতিদিন আম্মু ও বড় আপুদের সাথে কিরন মালা,পাখি নাটক গুলো দেখি তাই এই খাতাটি তাদের ছবি দেখে কিনলাম। এব্যাপারে দোকানদার শামছুর মিয়ার সাথে কথা বললে,তিনি বলেন বিক্রি বেশি হয় বলে এই খাতা গুলো কোম্পানি থেকে নেওয়া হয়েছে । কিন্তুক খাতার সামনে কিংবা পিছনে কোম্পানির কোন নাম দেখা যায়নি। আজকের শিশু আগামীর ভবিয্যৎ, ভবিয্যৎতে পৃথিবীটা এই শিশুদের হাতে কিন্তুক এই কোমলমতি শিশুদের কাছে যদি দিন দিন এভাবে ভারতীয় সিরিয়ালের ছবি সহ খাতা চলে যায় হাতে হাতে তাহলে বড় ধরনের হুমকির মুখে পড়বে আমাদের শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতি।

নিউজবাংলা/একে