শ্বশুরবাড়ি থেকে জামাতার লাশ উদ্ধার
নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:
বেনাপোল সংবাদদাতা:
বেনাপোল: বেনাপোলের গয়ড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওবাইদুর (৪৫) নামে এক জামাতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ওবাইদুর পিরোজপুর জেলার নাজিরপুর থানার চিতালিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত)খন্দকার শামিম উদ্দীন জানায়, খবর পেয়ে গয়ড়া গ্রামের আজিজ মোল্লার স্ত্রী মেহেরন নেছার ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ওবাইদুরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এক সপ্তাহ আগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে তিনি বেড়াতে আসেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিউজবাংলা/একে