নিউজবাংলা – ২৮ সেপ্টেম্বর, সোমবার:

মোঃ রুহুল আমীন আত্রাই, (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্তমান সরকারের অর্জিত সাফল্যে বিষয়ক উন্নয়ন কর্যক্রম নিয়ে তিন ব্যাপি মেলার উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার বিকাল ৩টায় আত্রাই উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬(আত্রাই- রানীনগর) আসনের সাংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইন চার্জ (ওসি) মোঃ আব্দুলাহ আল মাসউদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোস্তাফা সারওয়ার শাহিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক আফসার আলী প্রাং, অধ্যক্ষ বিয়ায় ল্যাবরেটরি স্কুল মোঃ রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক সনৎ কুমার প্রামানিক প্রমুখ।
এসময় বক্তরা বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন,উন্নয়নের গতিশীলতা সম্পর্কে সকলকে অবহিত করেন। মেলায় উন্নয়ন কার্যক্রম নিয়ে বিভিন্ন দপ্তরের ১৩টি স্টল এতে অংশগ্রহন করে। এরপর সন্ধায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের নিজস্ব পরিবেশনা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজবাংলা/একে