নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:

ঢাকা: মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে ডাকা ভর্তিচ্ছুদের কর্মসূচিতে আজও বাধা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দিতে চায়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের মৃদু ধ্বস্তাধস্তি হয়।

পরে আন্দোলনকারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ ও করিডোরে অবস্থান নেন। সেখান থেকেও দুপুরে তাদের সরিয়ে দেয়া হয়।

সোমবারও একই দাবিতে শিক্ষার্থীদের মিছিল পুলিশ বাধার সম্মুখীন হন। পরে তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানলে ওই দিন “ঢাকা চলো” কর্মসূচি ঘোষণা করেন।

নিউজবাংলা/একে