নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:

টাঙ্গাইল প্রতিনিধি:

নিখোঁজের দুইদিন পর টাঙ্গাইল সদর উপজেলা থেকে মঙ্গলবার দুপুরে জমেলা খাতুন (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের পিচুরিয়া টাবলাপাড়া নদীর পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জমেলা খাতুন কাঠুয়া যুগনী গ্রামের বাছেদ আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সোমবার রাতে অজ্ঞাত পরিচয়ধারী কয়েকজন লোক এসে জমেলা বেগমকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবারের লোকজন দাবী করেন। মঙ্গলবার দুপুরে টাবলাপাড়া এলাকায় নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গলায় ওড়না পেচানো অবস্থায় একটি সিমেন্টের খুটির সাথে বাধাঁ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। পরে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিউজবাংলা/একে