রৌমারীতে ডিসি রাস্তায় এক মাস ধরে গাছ পড়ে আছে, দেখার কেউ নেই
নিউজবাংলা – ৩০ সেপ্টেম্বর, বুধবার:
সাখাওয়াত হোসেন সাখা, রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা-ঝগড়ার ডিসি রাস্তায় এক মাস ধরে আছে একটি বড় শিশু গাছ।
গত ১ সেপটেম্বরে বন্যার পানিতে এ গাছটি পড়ে থাকলেও আইনি জটিলতায় তা সরানো সম্ভব হচ্ছে না। এ এলাকার একটি পক্ষ গাছটি আতœসাৎ করার জন্য নিয়মতান্ত্রিক প্রক্রিয়া বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। ডিসি রাস্তার সামনে গিয়ে দেখা যায়, গাছটি রাস্তার মধ্যে স্থানে পড়ে আছে। এতে ওই রাস্তায় গাড়ি তো দূরের কথা একজন পথচারীও পাড় হওয়ার উপায় নেই। সেখানে পড়ে থাকা গাছটি রাস্তার পরিবেশ নষ্ট করছে। নিয়ম অনুযায়ী, এসব গাছের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে মূল্য র্নিধারণ করে নিতে হয়। তারপর কাগজে দরপত্র বিঙপ্তি দেওয়া হয়। পরে প্রকাশ্যে নিলামে সেই গাছ বিক্রি করা হয়। ডিসি রাস্তায় যে গাছটি পড়ে আছে গাছটির জন্য জেলা প্রশাসক সাহেব যদি মূল্য র্নিধারণর করে দেয় তাহলে সমস্যাটা দূর হোত। গাছটি যেভাবে রাস্তার ওপরে পড়ে রয়েছে তা অস্বস্তিকর।
নিউজবাংলা/একে