নিউজবাংলা: ৪ অক্টোবর –রবিবার:

ঢাকা:   উত্তর প্রদেশের দাদরিতে গরুর গোশত খাওয়ার অপবাদ দিয়ে মুহাম্মদ আখলাক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার তীব্র সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কেন্ডয় কাটজু ।

তিনি বলেছেন, ‘অপরাধীদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।’ খবর- রিডিও তেহরান।

সাবেক বিচারপতি কাটজু বলেন, ‘আমি গরুর গোশত খাই এবং তা খেতেই থাকব। আমাকে কে বাধা দিতে পারে? দুনিয়াজুড়ে মানুষ গরুর গোশত খায়। গরু কেবলমাত্র একটি পশু, আমি মা বলে মনে করি না।’

ভারতের রাজনৈতিক নেতাদের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘ভারতের অধিকাংশ নেতা বদমায়েশ ও নিষ্কর্মা, এদের ফাঁসি হওয়া উচিত। এ সব নেতা দেশকে লুট করছে, দ্রুত সবার ফাঁসি হওয়া প্রয়োজন। বেশিরভাগ নেতাকে আমি নিকৃষ্ট বলে মনে করি, যারা দেশকে লুট করেছে, বরবাদ করে দিয়েছে। এখানকার নেতারা সব নাটক করে। এরা চোর, দেশকে লুট করেছে।’ এ প্রসঙ্গ টেনে দেশে বিদ্রোহ আসছে বলেও মন্তব্য করেন বিচারপতি মার্কেন্ডয় কাটজু।

এদিকে, উত্তরপ্রদেশের দাদরিতে মুহাম্মদ আখলাক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর শোক প্রকাশ করে একে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। নিহত মুহাম্মদ আখলাকের ছেলে সারতাজ বিমানবাহিনীতে চাকরি করেন।

অরূপ রাহা আজ (শনিবার) জানান, মুহাম্মদ আখলাকের পরিবারকে বিমানবাহিনীর এলাকায় স্থানান্তর করা হবে। ক্ষতিগ্রস্ত ওই পরিবার বিমান বাহিনীর এলাকায় শিফট হতে চেয়েছে। তাদের নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা।

নিউজবাংলা/একে