নিউজবাংলা: ৭অক্টোবর, বুধবার:
সামিউল ইসলাম, ভালুকা,(ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ও টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশেন প্রজেক্ট এর উদ্যোগে মঙ্গলবার সকালে তিন দিন ব্যাপী বিদ্যালয়ের পাঠদানের মান উন্নয়নের লক্ষে প্রশিক্ষণ কর্শালার আয়োজন করা হয়েছে।
