চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু: ডাক্তারের সাথে রোগীর স্বজনদের হাতাহাতি
নিউজবাংলা: ৭অক্টোবর, বুধবার:
এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ডাঃ মুজিবুর রহমান পলাশের অবহেলায় ফরিদা বেগম (৪৫) নামে এক মহিলা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নিহত রোগীর আত্মীয়- স্বজনের সাথে ডাক্তার মুজিবুর রহমান পলাশের হাতাহাতির ঘটনা ঘটেছে। নিহত রোগী ফরিদা বেগম ওই উপজেলার সৈয়দপুর গ্রামের রফিক মিয়ার স্ত্রী।
জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার সৈয়দপুর গ্রামের রফিক মিয়ার স্ত্রী ফরিদা বেগম স্টোকে আক্রান্ত হলে তাকে সদর আধুনিক হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়।
স্বজনদের অভিযোগ, এ সময় ওই রোগীকে প্রায় ১৫ মিনিট বিনা চিকিৎসায় রাখা হয়। স্বজনরা তখন চিকিৎসার জন্য ডাঃ মুজিবুর রহমান পলাশকে অনুরোধ করলেও তিনি তাদের কথায় কর্ণপাত করেননি।
ডাঃ পলাশ রোগীর স্বজনদের জানান, এখন তার ওয়ার্ডে ডিউটি নেই। এর কিছুক্ষন পর ওই মহিলার মৃত্যু হয়। এতে বিক্ষুব্ধ স্বজনরা ডাঃ পলাশের সাথে বাক-বিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতা হাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার এস আই উমর ফারুক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
নিউজবাংলা/একে