নারায়ণগঞ্জে ৭ খুন: পলাতকদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
নিউজবাংলা: ৭অক্টোবর, বুধবার:
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার অভিযোগপত্রভুক্ত র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জনকে নিয়মিত হাজিরা শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। হাজিরা দিন শুধু র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন জানালে তা নামঞ্জুর করেন আদালত। একই সঙ্গে আদালত র্যাবের আট সদস্যসহ পলাতক ১৩ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তা আগামী ধার্য তারিখের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম শফিকুল ইসলামের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর আগে ৬ সেপ্টেম্বর র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের পক্ষে মামলা লড়তে ঢাকা আইনজীবী সমিতির পাঁচ সদস্যের একটি দল আদালতে এসে অনুমতি চেয়ে তারা শুনানিতে অংশ নেন।
নিউজবাংলা/একে