নিউজবাংলা: ৭অক্টোবর, বুধবার:

ঢাকা: বিশ্বে আমেরিকা, রাশিয়া, চিন ও জাপানের পরেই এখন ভারতের অবস্থান। ফ্রান্স ও ব্রিটেনও অনেকটাই পিছিয়ে রয়েছে ভারতের চেয়ে।

 

 

পরমাণু অস্ত্রশস্ত্রকে বাদ দিয়ে, যে সব দেশের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী, সেই তালিকায় ভারতের জায়গাটা এখন পাঁচ নম্বরে।

সমীক্ষা সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনী এতটাই শক্তিশালী যে, তা যে কোনও সময় তার যে কোনও শত্রুকে টক্কর দিতে পারে।

বিমানবাহিনীর হাতে যুদ্ধবিমান রয়েছে ১৩ হাজার ৯০০টি। যুদ্ধের জন্য রয়েছে ৯২০টি হানাদার হেলিকপ্টার। রয়েছে ২০টি এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার আর ৭২টি সাবমেরিন।

গত বছর প্রতিরক্ষা খাতে ভারতের খরচ হয়েছিল ৬১ হাজার কোটি মার্কিন ডলার। যা, শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় ভারতের পরে থাকা ন’টি দেশের মোট প্রতিরক্ষা-ব্যয়ের চার গুণের কাছাকাছি।

সমীক্ষক সংস্থা ‘সুসি’-র তালিকায় শক্তিশালী সেনাবাহিনীর নিরিখে আমেরিকার ‘স্কোর’ ০.৯৪। রাশিয়ার ‘স্কোর’ ০.৮০, চিনের ০.৭৯ আর ভারতের ০.৬১। ভারতের অনেক পরে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইতালি, কানাডাও। সূত্র: আনন্দবাজার

 

নিউজবাংলা/একে