নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি’র আওতাভূক্ত)-এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৮টি পদের মধ্যে ৬টি পদে একাধিক প্রার্থী না থাকায় মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

আর ২টি পদে কেউ মনোনয়ন দাখিল না করায় আগামী ৩০ দিনের মধ্যে কো-অপ্ট করে পূরণ করা হবে বলে ঘোষণা প্রদান করা হয়।
বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক। বিআরডিবি সভাপতি সিরাজ খানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বিআরডিবি নব-নির্বাচিত সভাপতি মহব্বত আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল।
বিআরডিবির নর্ব-ঘোষিত কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি মহব্বত আলী, সহ সভাপতি মখলিছ আলী, সদস্য মোক্তার আহমদ (ব্লকনং ২), ইছমাইল আলী (ব্লকনং ৩), নূর মিয়া (ব্লকনং ৪), আঙ্গুর আলী (ব্লকনং ৫)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, উপজেলা ভ্যাটেনারী সার্জন ডাঃ আবদুল্লাহ আল মাছুদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আফরোজ বকস খোকন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সুফী, সহ সভাপতি মুক্তার আহমদ, যুগ্ম সম্পাদক আবদুর রউফ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, কার্যকরী সভাপতি ফজর আলী, সহ সভাপতি তাজির আলী, সাংগঠনিক সম্পাদক আরান দে, উপজেলা যুবলীগ নেতা জহুর আলী, তাজুল ইসলাম প্রমুখ।

নিউজবাংলা/একে