নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:
ঢাকা: ব্রিটিশ গুপ্তচররা চাইলে বহুদূরে বসেই আপনার অগোচরে আপনার স্মার্টফোনটি হ্যাক করতে পারে। তুলতে পারে ছবি বা রেকর্ড করতে পারে অডিও; তাও মাত্র একটি টেক্সট মেসেজ পাঠিয়ে! সম্প্রতি এমনই এক ভীতিকর তথ্য দিলেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন।
