নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে কারাগারে বিশেষ সাক্ষাতের অনুমতি পেয়েছেন মুজাহিদ পরিবারের সদস্যরা।

 

শুক্রবার বেলা ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদ পুত্র আলী আহমদ মাবরুর তার পরিবারের ৫ জন সদস্য দেখা করার অনুমতি দিয়েছেন কারা কর্তৃপক্ষ।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

এর আগে এ বিষয়ে মাবরুর বলেন, ‘আমরা বাবার সঙ্গে কারাগারে দেখা করতে কারা কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলাপ আলোচনা করছি। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাবার সঙ্গে দেখা করার কথা জানাবেন।’ মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিপক্ষের একজন আইনজীবীও বিষয়টি এ প্রতিবেদককে জানিয়েছেন।

সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা মুজাহিদের সঙ্গে দেখা করেন বলে জানান।

 

নিউজবাংলা/একে