নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:
ঢাকা: অস্ট্রিয়ার লিওগ্যাংয়ে চলছে দাড়িগোঁফের বিশ্বকাপ! দুনিয়ার বাঘা বাঘা সব দাড়িগোঁফওয়ালা লোকজন অংশ নিয়েছেন ব্যতিক্রমী এই প্রতিযোগিতায়।

৩০০ জন প্রতিযোগী মোট ১৬টি ক্যাটাগরিতে তিন গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিয়েছেন দাড়িগোঁফের পাল্লাপাল্লিতে! একেকজনের দাড়িগোঁফের বহর দেখলে ভিরমি খেয়ে যেতে পারেন যে কেউ।

নিউজবাংলা/একে