সজলের বিপরীতে মৌসুমী নাগ এর ‘রান আউট’
নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:
ঢাকা: অভিনেত্রী মৌসুমী নাগ গত বছর থেকে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছেন। একই বছরে দুটি ছবির কাজ হাতে নিয়েছিলেন তিনি। এর একটি হলো তন্ময় তানসেনের পরিচালনায় ‘রান আউট’ অন্যটি শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘প্রার্থনা’।
‘প্রার্থনা’ ছবিটি গেল কোরবানির ঈদে মুক্তি পেয়েছে। তবে সেটা ছোট পর্দায়। টিভি পর্দার দর্শক থেকে ছবিটি নিয়ে আশানুরূপ সাড়া পেয়েছেন বলেও জানান এ অভিনেত্রী। অবশ্য মৌসুমীর এখনকার ভাবনা কেবলই ‘রান আউট’ ছবিটিকে ঘিরে। এটি তার ক্যারিয়ারের প্রথম ছবি। আর সেটি মুক্তির মিছিলে যোগ দিতে চলেছে। আগামী ১৬ অক্টোবর থেকে দেশের প্রেক্ষাগৃহগুলোতে দেখা যাবে এটি। এ প্রসঙ্গে মৌসুমী নাগ বলেন, এ ছবিটি নিয়ে শুরু থেকে খুব বেশি আশাবাদী। সম্পূর্ণ বাণিজ্যিক ধারার একটি ছবি। গল্পটাও বেশ দারুণ। অভিনয় জীবনে প্রথমবারের মতো দর্শকের সামনে বড় পর্দায় অভিনেত্রী হিসেবে আসছি। জানি না আমাকে দর্শক কতটুকু গ্রহণ করবেন। তবে নিজের জায়গা থেকে বলতে পারি ছবিটির কাজ খুবই ভাল হয়েছে। শুটিং থেকে শুরু করে ডাবিং ও এডিটিংয়ের সময়ও ছিলাম। তন্ময় তানসেন অনেক সুন্দর করে গুছিয়ে কাজটি করেছেন। আশা করছি সবার কাছে ভাল লাগবে। এদিকে আগামী ১৬ অক্টোবরকে সামনে রেখে মৌসুমী ‘রান আউট’ ছবির প্রচার-প্রচারণাও শুরু করেছেন। ফেসবুকে ছবিটির বিভিন্ন পোস্টার শেয়ার করছেন। কখনও টাইমলাইনে ছবি আবার কখনও প্রোফাইল ছবি হিসেবেও সেগুলো ব্যবহার করছেন। ‘রান আউট’ ছবিটিতে মৌসুমীকে টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে। এছাড়া এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ওমর সানী, স্বর্ণা, মিশা সওদাগর, নায়লা নাঈম প্রমুখ।
নিউজবাংলা/একে