নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:

খাগড়াছড়ি প্রতিনিধি॥
এজলাস চলাকালে খাগড়াছড়ি নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে সিনিয়র আইনজীবী আবদুল মমিনের উপর হামলাকারীর গ্রেফতার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।

গতকাল বৃহস্পতিবার সকালে সংগঠনটির খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গন হতে বিক্ষোভ মিছিল নিয়ে চেঙ্গী স্কোয়ার অভিমুখে রওনা দিলে পুলিশ বাঁধা প্রদান করে। পরে কলেজ গেইট সম্মুখে কলেজ শাখার সভাপতি আজম খাঁন অনিকের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক এস.এম মাসুম রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, কলেজ কমিটির সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন পিবিসিপি’র জেলা সভাপতি সাহাজাল ইসলাম সজল।
সংগঠনটির পক্ষ থেকে আক্রমণকারী সুপাল চাকমাকে একটি আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসী কার্যকলাপে ইন্ধন যোগানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী হিসেবে চিহ্নিত করা হয়। গত ৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে এজলাসে বিচারকের উপস্থিতিতে আইনজীবী আবদুল মমিনের অর্তকিত আক্রমণ চালান অপর আইনজীবি সুপাল চাকমা। এতে শারীরিকভাবে চোখ ও মাথায় গুরুতর জখম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজবাংলা/একে