কর্কট: মৌলিক চিন্তাভাবনায় কার্যোদ্ধার করে কর্মস্থলে সমীহ আদায় করতে পারেন। ক্রোধ সংযত করতে না-পারলে বিপদের আশঙ্কা। সম্পত্তি সুরক্ষায় আইনি ব্যবস্থা দরকার।
সিংহ: কর্মক্ষেত্রে সফলতার জন্য দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা। মাতৃকুল থেকে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। পরোপকারের স্বীকৃতি না-ও মিলতে পারে।