নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:

 

মেষ: সৃষ্টিশীল কাজে সাফল্য ও সম্মান লাভের যোগ। পারিবারিক টানাপড়েনে সম্পত্তি ক্রয়ে জটিলতা।

বৃষ: অংশীদারের কারসাজিতে ব্যবসায় হঠাৎ ব্যাপক লোকসান।

মিথুন: কর্মস্থলে জটিলতা কেটে যাওয়ার ইঙ্গিত। কোনও উচ্চাভিলাষী নারীর ছলচাতুরীতে বিড়ম্বনার আশঙ্কা।

কর্কট: মৌলিক চিন্তাভাবনায় কার্যোদ্ধার করে কর্মস্থলে সমীহ আদায় করতে পারেন। ক্রোধ সংযত করতে না-পারলে বিপদের আশঙ্কা। সম্পত্তি সুরক্ষায় আইনি ব্যবস্থা দরকার।

সিংহ: কর্মক্ষেত্রে সফলতার জন্য দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা। মাতৃকুল থেকে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। পরোপকারের স্বীকৃতি না-ও মিলতে পারে।

কন্যা: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সূত্রে বহুজাতিক সংস্থায় কাজের সুযোগ। অপ্রিয় সত্যকথনে শত্রুর বৃদ্ধি। প্রেমপ্রণয়ে জটিলতা বাড়বে।

তুলা: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ। পিত্তবিকারজনিত রোগব্যাধিতে কর্মপরিকল্পনায় ব্যাঘাত।

বৃশ্চিক: আলোচনায় সম্পত্তি-সমস্যার সুষ্ঠু সমাধান হয়ে যেতে পারে। মাতৃস্থানীয়া কারও শারীরিক অবস্থার অবনতিতে চিন্তা বাড়বে।

ধনু: ভাগ্যোদয়ের আশায় কর্মস্থল বদলের প্রচেষ্টা সফল হতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ের শুভ যোগ।

মকর: কর্ম প্রতিষ্ঠানের আর্থিক অবনতিতে দুশ্চিন্তা। নতুন কাজকর্মের চেষ্টায় সুফল মিলতে পারে।

কুম্ভ: কর্মস্থলে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যেতে পারে।

মীন: অংশীদারের কূট চালে ব্যবসায় আকস্মিক অধোগতি। বিবাদবিতর্ক বা পুলিশি ঝামেলা এড়িয়ে চলাই ভাল। সংক্রমণ ও হাঁপানিতে দুর্ভোগ।

 

নিউজবাংলা/একে