বিশ্বনাথ প্রেসক্লাবের সম্পাদক সংবর্ধিত
নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:
মোঃ আবুল কাশেম ,বিশ্বনাথ (সিলেট )প্রতিনিধি:
সিলেট ২ আসনের সংসদ সদস্য ও বন ও পরিবেশ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া এমপি বলেছেন, নিজ মাতৃভুমি ও জন্মস্থানের সুখ দুংখের সংবাদ প্রকাশ করছেন নিয়মিতভাবে।
শুধু সাংবাদিকতা নয় বিশ্বনাথের সাংবাদিকেরা আর্ত্বসামাজিক উন্নয়নে কাজ করছেন। গতকাল শুক্রবার বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন এর যুক্তরাজ্য গমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিল্পপতি সাজ্জাদুর রহমান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. সিতাব আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জাপা নেতা মোশারফ হোসেন, মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, সংবর্ধিত অতিথি বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, আব্দুস সালাম মুন্না, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক মনোহর আলী, আবুল খয়ের মেম্বার, একেএম দুলাল, সুমন আহমদ সুনন, শরীফউদ্দিন, নাজমুল ইসলাম চৌধুরী, সালেহ আহমদ তোতা, জাপা নেতা শাহিন আহমদ, সেলিম আহমদ, আলাউদ্দিন, সায়হাম শিকদার,তরুণ পাটির আহবায়ক সুহেল আহমদ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট উপহার দেন অতিথিবৃন্দ।
নিউজবাংলা/একে