নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান এমপি ১৭ অক্টোবর প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথ উপজেলায় আসছেন।

মন্ত্রী বিকেল ৩টায় বিশ্বনাথে প্রথম অনলাইন পোর্টাল ‘বিশ্বনাথ নিউজ টোয়েন্টি ফোর ডট কম’ এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। এছাড়া বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, অধ্যক্ষ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে উপজেলার সর্বস্থরের সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটি।

ইতিমধ্যে অনুষ্ঠান সফলের লক্ষে দেশ ও বিদেশে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যে ‘বিশ্বনাথ নিউজ টোয়েন্টি ফোর ডট কম’ এর উপদেষ্ঠা মন্ডলী ও পৃষ্টপোষকেরা এক সভা করেছেন। এতে উপস্থিত ছিলেন মিছবাউদ্দিন, সানাম মিয়া আতিক, আব্দুল বাছিত রফি, নাজমুল ইসলামসহ পোর্টালের পৃষ্টপোষকেরা।

 

নিউজবাংলা/একে