বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের ১০ম বর্ষপূর্তি উদযাপন
নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:
বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৃহস্পতিবার উদযাপন করা হয়েছে সিলেটের বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠান।
সভায় বক্তারা সংগঠনের আরো সফল অগ্রগতি কামনা করে বলেন, বিগত সময়ে ডেফোডিল এসোসিয়েশনের গ্রহন করা বিভিন্ন কার্যক্রম স্কুল-কলেজের শিক্ষার্থী, ক্রীড়ানুরাগী ও মুক্তিযুদ্ধে বিশ্বাসীদের মনে স্থান করে নিয়েছে। সংগঠনের বাস্তবায়ন করা বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতার অংশে ভবিষ্যতে নতুন নতুন কর্মসূচি হাতে নিয়ে ডেফোডিল এসোসিয়েশন নিজের সুনাম অক্ষুন্ন রাখবে। সংগঠনের সাথে সংশ্লিস্ট সবাইকে কার্যক্রম বাস্তবায়নে আরোও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সংগঠনের নির্বাচন কমিটির প্রধান নির্বাচক কাওছার আহমদ বাপ্পীর সভাপতিত্বে ও সহকারী নির্বাচক তন্ময় দেব রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ময়নুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রথমআলো বন্ধুসভার সভাপতি প্রবীর কান্তি দে পিংকু, সহ সভাপতি কামাল মুন্না, ডেফোডিল এসোসিয়েশনের উপদেষ্ঠা প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান শিপন, সদস্য মুমিনুল ইসলাম সামাদ, নাঈম আহমদ, সাহেদ প্রিন্স, দিনাজ পাল, সুমিত ধর, পাভেল আহমদ, রাজেক মিয়া, বকুল আহমদ, ইলিয়াস মিয়া, বিজয়, রাসেল আহমদ, আশরাফ উদ্দিন, মাসুম আহমদ, মিজান মিয়া প্রমুখ।
নিউজবাংলা/একে