নগরকান্দা উপজেলা বিএনপি’র কমিটি গঠন
নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:
মিজান বাবু , নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার লস্করদিয়ায় কেএম ওবায়দুর রহমানের বাড়িতে উপজেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাডঃ মোদারেস আলী ইছা নতুন কমিটি ঘোষনা করেন।
সভাপতি হিসেবে এ্যাডঃ লিয়াকত আলী খান বুলু, সহ-সভাপতি হিসেবে বাবুল তালুকদার, সাধারন সম্পাদক হিসেবে সাইফুর রহমান মুকুল, যুগ্ন-সম্পাদক হিসেবে জাজরিজ মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক হিসেবে শওকত আলী শরীফ এর নামসহ এক’শ এক সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।
উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী নগরকান্দা উপজেলার লস্করদিয়া ওবায়েদ মঞ্জিল মাঠে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের উদ্বোধন করেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহাজাদা মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামা ওবায়েদ ইসলাম রিংকু। সম্মেলনের প্রথম দিনে নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও দ্বিতীয় দিনে সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোদারেস আলী ইছা, সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম লিটন, জেলা মহিলাদলের সভানেত্রী ইয়াসমিন আরা হক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, সালথা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইমদাদুল হক চৌধুরী খসরু, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা শওকত আরী শলীফ, নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, সাধারন সম্পাদক আসাদুজ্জামান প্রমূখ।
নিউজবাংলা/একে