মেয়েকে কলেজে দিতে গিয়ে বাসের ধাক্কায় বাবা নিহত
নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:
ঢাকা: রাজধানীর মালিবাগে বাসের ধাক্কায় মতিউর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার মেয়ে আহত হয়েছেন।
আজ শনিবার সকালে মালিবাগ সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রামপুরা থানার এসআই সমেন বড়ুয়া জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেয়েকে বাসে তুলে দেওয়ার জন্য ফার্মগেট যাচ্ছিলেন মতিউর রহমান। পথে মালিবাগ সুপার মার্কেটের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিউজবাংলা/একে