নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:
ঢাকা: জামারুদ পারভীন, একজন কলেজ ছাত্রী। তিনি ভারতের ট্যাক্সি কোম্পানী উবরের একমাত্র হিজাবী ও নামাজি ড্রাইভার। যদিও দিল্লীতে ২০০৮ সাল থেকে নারী ট্যাক্সি চালকরা ভাড়ায় যাত্রীদের সেবা দিয়ে অাসছেন। কিন্তু জামারুদ পারভীনের গল্পটা একটু ভিন্ন। কারণ সে উবর কোম্পানীর একমাত্র নামাজি ও হিজাবি ট্যাক্সি ড্রাইভার।