নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:

ঢাকা: স্তন ক্যানসার সচেতনতা দিবস শনিবার। ২০১৩ সাল থেকে সম্মিলিতভাবে প্রতিবছর ১০ অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে।

 

প্রতিবছরের মতো এবারও স্তন ক্যানসার সচেতনতা ফোরাম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।

দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় ক্যানসা ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআরবি, মাতৃ ও শিশুস্বাস্থ্য ইনস্টিটিউটের সংশ্লিষ্ট বিভাগগুলো বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

দেশের স্তন ক্যানসা পরিস্থিতি ও করণীয় বিস্তারিত তুলে ধরতে স্তন ক্যানসার সচেতনতা ফোরাম শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অক্টোবর মাসব্যাপী তাদের গৃহীত বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরার কথা।

নিউজবাংলা/একে