নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:

কিশোরগঞ্জ সংবাদদাতা :

কিশোরগঞ্জের সদর উপজেলায় কাটাকালি গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টাকালে মাসুম মিয়া (৩০) নামে এক চৌকিদারকে আটক করেছে।

সে কাটাকালি গ্রামের অবসরপ্রাপ্ত গ্রামপুলিশ আ. মান্নানের ছেলে। শুক্রবার মধ্যরাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, উপজেলার যশোদল ইউনিয়নের ১নং ওর্য়াডের চৌকিদার মাসুম মিয়া একই ওয়ার্ডের বাসিন্দা উজ্জ্বল মিয়ার স্ত্রীকে প্রায়ই কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করতো। শুক্রবার উজ্জ্বল মিয়া বাড়িতে না থাকায় টের পেয়ে চৌকিদার মাসুম ওইদিন মধ্যরাতে গৃহবধূর ঘরের টিন খুলে প্রবেশ করে। এ সময় গৃহবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে গৃহবধূর চিৎকারে তার পাশের ঘরে থাকা ভাসুর ও এলাকাবাসী এগিয়ে এসে ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে এবং ধর্ষককে আটক করে।

নিউজবাংলা/একে