শহীদ জেহাদের স্মৃতিতে বিএনপির শ্রদ্ধা
নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:
ঢাকা: নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। বিএনপির পক্ষে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল খালেক, সদস্য আবদুল ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেহাদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও জেহাদের বড় বোন চামেলী মাহমুদ, বড় ভাই কে এম বশির, কে এম শরাফ উদ্দিন, শহিদুল ইসলাম শহিদ এবং ছাত্রদলের পক্ষে সহসভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে নেতা-কর্মীরা শহীদ জেহাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
‘শহীদ জেহাদ দিবস’ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্র ও সমাজের সকল স্তরে অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে রক্ষা এবং বিকশিত করতে আরো সংগ্রাম করতে হবে।
তিনি শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে লালন করেই দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিকে দিনটি স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও শহীদ জেহাদ পরিষদ।
১৯৯০ সালের ১০ অক্টোবর এরশাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন সাত দলীয় জোটের পল্টন ময়দানে মহাসমাবেশ এবং সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেন ছাত্রদল নেতা কে এম নাজির উদ্দিন জেহাদ। ওই দিন তিনি পুলিশের গুলিতে মারা যান। শহীদ জেহাদ সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন।
নিউজবাংলা/একে