নিউজবাংলা: ১০ অক্টোবর, শনিবার:
ঢাকা: মূল ভোটের দিনে ছিল ব্যাপক অশান্তির বাতাবরণ। পুনর্নির্বাচনে সেখানে প্রায় অখণ্ড শান্তি! কিন্তু নির্বাচনের চেয়ে পুনর্নির্বাচনে বিস্তর কমই থাকল ভোটদানের হার।

অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনারের নির্দেশে বিধাননগর পুর-নিগমের ৯টি এবং আসানসোলের দু’টি বুথে নতুন করে ভোট নেওয়া হল শুক্রবার। এমনিতেই কয়েকটি বুথের পুনর্নির্বাচন ঘিরে কখনওই সাধারণ ভোটের উৎসাহ থাকে না। তার
উপরে সপ্তাহের শেষ কাজের দিন। তবু এ সব কিছুকে হিসেবের মধ্যে ধরলেও এ দিনের পুনর্নির্বাচনে ভোটদানের হার বেশ ঝিমিয়েই থাকল বলা যায়। এই স্বল্প ভোটদানে আসলে কার ফায়দা— শাসক না বিরোধীর, তা নিয়েও উঠে আসছে নানা মত।
রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিধাননগরের ৯টি বুথে ভোট পড়েছে গড়ে ৩০.০৬%। তার মধ্যে এমন বুথও আছে, যেখানে ভোটদানের হার মাত্র ৮%! তুলনায় আসানসোলের ছবি একটু অন্য রকম। সেখানকার একটি বুথে ভোটের হার ৭২% ছাড়িয়েছে। অন্যটিতে প্রায় ৩৭%। যে হেতু কলকাতার লাগোয়া বিধাননগরের পুরভোট ঘিরেই তুলকালাম বেধেছিল বেশি, সেখানকার পুনর্নির্বাচন নিয়ে তাই চর্চাটা বেশি হচ্ছে। গত ৩ অক্টোবরের ভোটের দিনের মতো এ দিন বিধাননগর জুড়ে বহিরাগতদের দাপাদাপি ছিল না, শাসক দলের নেতা-বিধায়কদেরও বাইরে থেকে এসে দাদাগিরি করতে দেখা যায়নি। পুলিশেরও কার্যত কোনও কাজ ছিল না।

নিউজবাংলা/একে